সিলেটপোস্ট রিপোর্ট::মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে ১২৫টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলেন ২৬৫জন। তবে কেউ বহিস্কার হয়নি।
সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলা প্রথম পত্র বিষয়ে ৮৪ হাজার ৭৮৮জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৪ হাজার ৫২৩জন। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সিলেট জেলায় ৮৭জন, মৌলভীবাজারে ৪৯ জন, হবিগঞ্জে ৮১ জন এবং সুনামগঞ্জে ৪৮জন রয়েছে।
এ বছর সিলেট বোর্ডের আওতায় ৮৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৪ হাজার ১৫২জন শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৯ হাজার ৫৬৬ জন বেশি। ২০১৬ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৮৪ হাজার ৫৮৬ জন।