সিলেটপোস্ট রিপোর্ট::বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় প্রকাশ্যে বেত দিয়ে পেটানো হয়েছে এক নারীকে। রেহাই পাননি ওই নারীর প্রেমিকও। তাকেও একই শাস্তি দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার আচ প্রদেশের এই ঘটনা সম্প্রতি সামনে এসেছে।
দ্য ডেইলি সান-এর এক খবরে প্রকাশ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই নারী। এরপরই তাকে জনসমক্ষে বসিয়ে চলে বেত্রাঘাত। মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু তারপরও তাকে রেহাই দেওয়া হয়নি। একইভাবে মহিলার প্রেমিককেও শাস্তি দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার আচে শহরে শরিয়া আইন মেনে চলা হয়। এই আইনে অবিবাহিত পুরুষ ও নারীদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কও। এমনকি, সমকামিতার উপরেও রয়েছে নিষেধাজ্ঞা।
এর মধ্যে কোন নিয়ম ভাঙলেই নেমে আসে শাস্তির খাঁড়া। যেমন- কেউ সমকামিতায় জড়ালে তার শাস্তি ১০০ বেত্রাঘাত থেকে ১০০ মাস জেল।