সিলেটপোস্ট রিপোর্ট :নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর (উত্তর) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ নেতৃবন্দের সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ গতকাল ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, যোগাযোগ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আলাই, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতান আহমদ বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শোয়েব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হক রিপন, সিলেট বিমানবন্দর থানা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলু মেম্বার, ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা যুবদলের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা যুবদল নেতা সোনাহর আলী সোহেল, ঢাকার পল্টন থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রাসেল, জেলা যুবদল নেতা সামছুল ইসলাম টিটু, আব্দুল হক, শেখ লুৎফুর রহমান, আলী আহমদ, সেলিম আহমদ, এ.এম শামীম, কাওছার আহমদ নামর, ইরন মিয়া প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব বলেন, বাংলঅদেশের রাজনীতির ইতিহাসে যুবদলের সোনালি ঐতিহ্য রয়েছে। অবৈধ বাকশালী সরকার শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জুলুম-নিপীড়ন চালাচ্ছে। জনগণের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহবান জানান। তিনি বলেন বিভিন্ন জেলা ও মহানগর যুবদলের কমিটিতে ত্যাগী, নির্যাতিত ও আন্দোলনমুখী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।