সিলেটপোস্ট রিপোর্ট :২০১৮ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে শনিবার রাতে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। জোড়া গোল করেছেন আর্সেনাল স্ট্রাইকার অলিভিয়ের জিরু। আতোয়ান গ্রিজম্যান করেছেন অন্য গোলটি। তবে গ্রুপের অন্য ম্যাচে বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হেরে হোঁচট খেয়েছে নেদারল্যান্ডস।
৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইউরোপ অঞ্চলের গ্রুপ এ’তে পয়েন্ট তালিকার শীর্ষে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স। সমান ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে ডাচরা। শঙ্কা জেগেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নাও দেখা যেতে পারে তাদের।
লুক্সেমবার্গের জোসি বারথেল স্টেডিয়ামে ২৮ মিনিটে ফ্রান্সকে লিড এনে দেন জিরু। ৬ মিনিট পর অপ্রত্যাশিতভাবে সমতায় ফেরে লুক্সেমবার্গ। গোল করেন জোয়াকিম। তবে লুক্সেমবার্গের আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৩ মিনিট পর আবারো দিদিয়ের দেশামের শিষ্যরা এগিয়ে যায়। এবারে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের উইঙ্গার গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৭ মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন জিরু।
সোফিয়ার লেভস্কি স্টেডিয়ামে ঘরের মাঠে বুলগেরিয়া হারিয়েছে তিনবারের বিশ্বকাপ রানার্সআপ নেদারল্যান্ডকে। জয়টা ২-০ গোলের। জোড়া গোল করেছেন ডেলেভ। প্রথমার্ধে ম্যাচের ৫ ও ২০ মিনিটে দুই গোল করে ডাচদের স্তম্ভিত করেন এই ফরোয়ার্ড।
রাতের অন্য খেলায় গ্রুপ এ থেকে জয় পেয়েছে সুইডেন। বেলারুশকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পয়েন্ট তালিকায় ফ্রান্সের পরেই তাদের অবস্থান। ৫ ম্যাচে সংগ্রহ ১০ পয়েন্ট। নেদারল্যান্ডকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে বুলগেরিয়া।