সিলেটপোস্ট রিপোর্ট :আমাদের সৌরজগতে নবম গ্রহের দেখা না মিললেও এর অস্তিত্বের কথা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা দাবি করে আসছিলেন। এমনকি মায়া সভ্যতার মতো একাধিক প্রাচীন সভ্যতার লিপিতেও এই গ্রহের বর্ণনা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানীরা শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এর দেখা পাননি।
সম্প্রতি নবম এই গ্রহকে খুঁজে বের করতে সবার সহযোগিতা চাওয়া হচ্ছে। আর এই সহযোগিতা চাচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়। এএনইউ (Australian National University) বলছে অধরা গ্রহটি বামনগ্রহ প্লুটোর থেকেও দূরে রয়েছে। তবে এর কাছাকাছি থাকার সম্ভাবনাই বেশি।
প্ল্যানেট নাইন নামের প্রকল্পে জ্যোতির্বিজ্ঞানীরা ছাড়াও যে কেউ অংশ নিতে পারবে। যদি তারা মহাকাশে নবম গ্রহের সন্ধান পান তাহলে এএনইউ’র সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সন্ধান কাজের সুবিধার্থে প্রকল্পের ওয়েবসাইটে অসংখ্য ছবি দেয়া হয়েছে। যা নিউ সাউথ ওয়েলসের মানমন্দির থেকে রোবোটিক টেলিস্কোপের সাহায্যে তোলা হয়েছে। সেগুলো পরীক্ষা করে যদি রহস্যময় গ্রহের অস্তিত্ব টের পান তাহলে তা প্রকল্পের কর্তৃপক্ষকে জানাতে হবে।