সিলেটপোস্ট রিপোর্ট ::মালদ্বীপের মডেল তারকা রাউধা আতিফের মৃত্যুর কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি করেছে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজের সেক্রেটারি আব্দুল আজিজ রিয়াদ জানান, কলেজের উপাধ্যক্ষ ডা. আব্দুল মুকিত সরকারকে প্রধান করে কমিটি করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এদিকে মরদেহ নিতে রাওধার পরিবারের সদস্যরা এখন রাজশাহীতে অবস্থান করছেন। মালদ্বীপের রাষ্ট্রদুত আয়েশাথ শান সাকির রাওধার কক্ষটি পরিদর্শন করেন এবং তার সহপাঠীদের সঙ্গে কথা বলেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এমনকি ছবি না তোলার জন্যও অনুরোধ করা হয়েছে।
রাওধার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে রাজশাহী মহানগর পুলিশও। কলেজ হেষ্টেলের যে ব্লকে রাওধা থাকতেন সেখানকার অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য জানার পাশাপাশি এই মডেল কন্যার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ থেকে তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম।