সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশ স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। এই স্থগিতাদের স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন মেয়রের আইনজীবী আব্দুল হালিম ক্বাফী।
রোববার সিলেটের মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। পরে সোমবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মো. দস্তগির হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে তিনদিনের রুল জারি করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (০৯ এপ্রিল) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে রোববার সকাল ১১ টায় নগর ভবনে আসেন আরিফুল হক চৌধুরী। এসময় সিটি কর্পোরেশনের কর্মকতা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মেয়র আরিফ অফিসে যোগদান শেষে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকতে যোগ দেন।
এর পর বেলা দুইটার দিকে ফের তাকে সাময়িক বরখাস্ত করার খবর সিলেট সিটি কর্পোরেশনে আসে। এ সংক্রান্ত একটি চিঠি আজ রোববার সিলেট কর্পোরেশনে পৌঁছছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে নাম থাকায় আরিফকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ ২৭ মাস পর রোববারই সিসিকের মেয়রের চেয়ারে ফেরেন তিনি।