সিলেটপোস্ট রিপোর্ট :সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলোকে ‘১০০ ভাগ মিথ্যা’ বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বার্তা সংস্থা এএফপির সাথে একটি এক্সক্লুসিভ সাক্ষাতকারে তিনি বলেন ‘এ ধরণের হামলা চালানোর কোন অর্ডার দেওয়া হয়নি।’
গত ৪ এপ্রিল বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শিখাউন শহরে কথিত রাসায়নিক অস্ত্র হামলায় ৮০ জনের বেশি নিহত হয়। সেই ‘নার্ভ এজেন্ট’ ব্যবহারে আহত হয়েছেন আরও কয়েকশ বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন আতঙ্কজনক ভিডিও ফুটেজে দেখা যায় আহতদের অনেকেই খিঁচুনি দিচ্ছিলো এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আহতদেরকে সীমানা দিয়ে তুরস্কের হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছিল। তুরস্কের চিকিৎসকরা দাবি করছেন নার্ভ এজেন্ট সারিন ব্যবহারের ‘সুস্পষ্ট প্রমাণ’ রয়েছে।