সিলেটপোস্ট রিপোর্ট ::বগুড়ার শেরপুরের মানদাইন চান্দু পুকুর গ্রামে যৌন হয়রানির ঘটনায় সালিশি বৈঠকে কাজম আলীকে (৩২) ৬০ হাজার টাকা জরিমানা, কান ধরে উঠা-বসা, নাকে খৎ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের মানদাইল চান্দু পুকুর গ্রামের এক গৃহবধু (৩৫) শনিবার বিকালে বাড়ির পাশে মাঠ থেকে ঘাস নিয়ে ফেরার পথে একই গ্রামের গোপাল মিয়ার ছেলে কাজম আলী তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। গৃহবধূ বিষয়টি তার পরিবারকে জানায়। গত রোববার ওই গ্রামের আলাবক্সের বাড়িতে সাবেক মেম্বর জাকির হোসেন ও জাইদুল ইসলাম, মানদাইনের বড় জলিলের নেতৃত্বে ৫/৬ জন মাতুব্ব সালিশি বৈঠকে কাজম আলীর বিরুদ্ধে ৬০ হাজার টাকা জরিমানা,কান ধরে উঠা-বসা, মাটিতে নাকে খৎ দেয়ার রায় প্রদান করেন। তাৎক্ষণিকভাবে রায় বাস্তবায়ন করা হয়। কিন্তু রায়ের ৬০ হাজার টাকা মঙ্গলবার মাতুব্বরদের কাছে দেবে বলে জানিয়েছে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশালপুর ইউনিয়নের ২ নং ওয়াডের সদস্য শহিদুল ইসলাম জানান-,আমি শুনেছি যৌন হয়রানির ঘটনায় বিচার করে টাকা জরিমানাসহ কান ধরে উঠ-বস, নাকে খৎ দেয়া হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।