সিলেটপোস্ট রিপোর্ট ::সিলেট নগরীর ঘাশিটোলা মোকাম বাজার হাফিজ উদ্দিনের কলোনীর ভারাটিয়া ভ্যান চালক মুজিবুর রহমান(৫৫)নামক এক ব্যাক্তি আত্মহত্যা করেছে।এ ঘটনা আজ দুপর ১টায় তার নিজ বাসস্হানে ঘটেছে ।সিলেটপোস্টের ফটো সাংবাদিক রমজান আলী জানান,নেত্রকোনার জেলার বর্তমান সিলেট নগরীর ঘাশিটোলা মোকাম বাজার হাফিজ উদ্দিনের কলোনীর ভারাটিয়া মৃত রাশেদ মিয়ার ছেলে মুজিবুর রহমান (৫৫)|তিনি নিজে রুমের মধ্যে কারেন্ট এর লাইন এর সাথে নিজ ইচ্ছায় অন্য ওয়ার হাতে নিয়ে কারেন্ট এর সাথে সংযোগ দিয়ে আত্মহত্যা করেন।নিহত ব্যাক্তির ছেলে জানায় এ ঘটনার সময় সে রিক্সা নিয়ে রুজির উদ্দেশে বাহির হয়ে গেছি এবং আমার ঘরে তখন আমার আব্বু একা ছিলেন আর আমার ৬ বৎসরের ছোট বোন ঘরের বাইরে খেলাতে ছিল, এই সুবাধে আমার আব্বু আমাদেরকে ছেরে না ফেরার দেশে চলেগেলেন।আমি খবর পেয়ে এসে ্ এসব শুনলাম।এবং আব্বু আত্মহত্যার আগে কাগজে কি লিখে গেছেন একটা কাগজে দেখতে পেলাম।
তিণি লিখে গেছেন.. আমি মুজিবুর রহমান নিসুর সাথে আমাকে মাটি দিবেন মালিকের কাছে আমার অনুরুদ।আমার লাশটা পুলিশের কাছে দিবেননা ।কাসেম মামা আমাকে জানাজা করে মাটি দিবেন ,এলাকার সবার কাছে আমার অনুরুদ রইল।এবং কলোনীর সবাই মিলে আমাকে মাটি দিবেন অনুরুদ রইল মুজিবুর।