সিলেটপোস্ট রিপোর্ট ::আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘাত এড়াতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।
জানা যায়, বুধবার দুপুর দুইটায় উপজেলা শহরের রামপাশা সড়কের সিএনজি স্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ ডাকে ওই এলাকার সাবেক সাংসদ ও জেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফকিুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর অনুসারীরা। শফিকুর রহমানের অনুসারী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং আনোয়ারুজ্জামানের অনুসারী উপজেলার সাবেক সহ-সভাপতি খফরুল ইসলাম মতচ্ছিন একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
স্থানীয় আ্ওয়ামী লীগ নেতারা জানান, এই দুই গ্রুপ দীর্ঘদিন ধরেই মুখোমুখি অবস্থান নিয়েছে। পাল্টাপাল্টি মামলাও করেছেন দুই গ্রুপের নেতারা। এর অংশ হিসেবেই আজকের বিক্ষোভ কর্মসূচী আহ্বান করা হয়।
এই পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে সংঘাত এড়াতে বিশ্বনাথ নতুন বাজার, পুরাতন বাজারসহ তদসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান ইউএনও।