
বুধবার(১৯ এপ্রিল) দুপুর ১ টায় গ্রামের পাশ্ববর্তী বিলে ধান কাটার সময় তার উপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই সে মারা যায় ।
নিহত এনাম উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের রায়ের গাঁও গ্রামের হোছন আহমদের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে গ্রামের পাশ্ববর্তী বিলে পানির নিচে তলিয়ে যাওয়া বোরো ধানের ফসলের উপর থেকে সম্প্রতি পানি নেমে যায়। সেখানে আজ বুধবার সকালে দাদা ও বাবার সাথে বিলে ধান কাটতে যায় এনাম। দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপ্রাত হয়। বজ্রপাতটি তার উপর আঘাত হানে। সে ঘটনাস্থলেই মারা যায়।
১ নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মনফর আলী বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।