সিলেটপোস্ট রিপোর্ট ::সিমলার প্রত্যন্ত নেরওয়া এলাকার তমসা নদীতে যাত্রীবাহী বাস পড়ে ৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের৷ বাসটিতে ৫৬জন যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কলকাতা২৪ এর খবরে বলা হয়, বুধবার ভোরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজে পৌঁছে যায় সিরমার পুলিশ টিম৷
সিমলার এসপি ডিডব্লিউ নেগি জানিয়েছেন একটি বেসরকারি বাস সিরমার সীমান্তের কাছাকাছি সিমলার নেরওয়া এলাকায় তমসা নদীতে পড়ে যায়। বহু জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়৷
তিনি আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷