সিলেটপোস্ট রিপোর্ট ::ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় যন্ত্রপাতির ওপর আরোপিত ২২ দশমিক ১৬ শতাংশ ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে বুধবার ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় আইএসপিএবি নেতা জহিরুল ইসলাম এ দাবি জানান।
তিনি বলেন, ইন্টারনেট মডেম, ইকুপমেন্ট, ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়াক সুইচ, হাব, রাউটার, সার্ভার, ব্যাটারিসহ সব যন্ত্রপাতির ওপর বর্তমান আরোপিত ২২ দশমিক ১৬ শতাংশ ভ্যাট ও শুল্ক আরোপ করা হয়েছে। এটা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।
জহিরুল ইসলাম বলেন, সরকার আইসিটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইসিটি খাতের সফলতা পুরোপুরি আইএসপি ইন্ডাস্ট্রিজের ওপর নির্ভরশীল। এটি ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ ভূমিকা পালন করে। সুতরাং আইএসপি ইন্ডাস্ট্রিজকে প্রণোদনা না দিলে আইসিটি খাতের উন্নয়ন সম্ভব হবে না। কারণ এটা একে অপরের পরিপূরক।
তিনি আরো বলেন, এসব দিক বিবেচনায় নিয়ে আসছে বছরের বাজেটে এ খাতের ওপর বর্তমান আরোপিত ভ্যাট মওকুফ দাবিসহ আইসিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে করপোরেট করের উচ্চ হার কমিয়ে ১৮ শতাংশ করার দাবি জানাই।
এর পাশাপাশি আইএসপি সার্ভিসকে উৎসে করের আওতামুক্ত করারও দাবি জানান তিনি।