সিলেটপোস্ট রিপোর্ট ::রিয়াদের ছোটভাই জীবন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। তার বিয়ের জন্য পাত্রী দেখা চলছে। ভাবী অর্ণা চেষ্টা করে আত্মীয়া লিসাকে আকর্ষণীয় রূপে দেবরের সামনে উপস্থিত করতে। লিসা ও জীবনকে নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দেওয়া হয়।
সেখানে লিসাকে মেডিক্যাল রিপোর্ট দিতে বলে জীবন। জানান, রিপোর্টে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবেই বিয়েতে রাজি হবেন। এ কথা শোনার পর রীতিমত ক্ষুব্ধ হয় সবাই। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘এম রিপোর্ট’।
ফরহাদ লিমনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় টেলিছবিটিতে অভিনয় করেছেন অপূর্ব, পিয়া বিপাশা, শাহেদ শরীফ খান, নিসা প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘এম রিপোর্ট’।