সিলেটপোস্ট রিপোর্ট ::মালদ্বীপ কন্যা রাউধা আতিফের লাশ কবর থেকে তোলা হবে বৃহস্পতিবার। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রক্তিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার দুপুরেই তিনি এ সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়েছেন। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাউধার লাশের পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের আদেশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি সাংবাদিকদের জানান, লাশ তোলার সময় তাকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুব্রত পাল। বৃহস্পতিবার সকালে লাশ তোলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। লাশ তোলার সময় মামলার তদন্ত কর্মকর্তাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনিই লাশ তোলার সব আয়োজন করছেন।
গত ২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর রুম থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি এ কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবার দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। গত ১৬ এপ্রিল সিআইডি পরিদর্শক আসমাউল হক রাউধার লাশের পুনঃময়নাতদন্তের জন্য মহানগর মুখ্য হাকিম আদালত-১ এ আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের আদেশ দেন আদালত।