সিলেটপোস্ট রিপোর্ট ::ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় একটি সৌদি হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় ১৩ জন সেনার মৃত্যু হয়েছে৷ হামলা চালানোর সময় চপারটিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধংস করে দেওয়া হয়েছে৷ এমনই দাবি করেছে হুথি বিদ্রোহারা৷
হুথি গোষ্ঠীর দাবি, দেশটির উত্তরপূর্বাঞ্চলে সৌদি ব্ল্যাক হক হেলিকপ্টারকে ধংস করা হয়েছে৷ চপার ধংসের সত্যতা স্বীকার করে নিয়েছে সৌদি সরকার৷ তাদের পাল্টা দাবি, সংযুক্ত আরব আমিরাতের বিমান ধংসকারী ক্ষেপণাস্ত্র ভুল করে সৌদি চপারে আঘাত করে৷ কাদের হামলায় ধংস হল সৌদি ব্ল্যাক হক সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷
দু বছরের বেশি সময় ধরে ইয়েমেনে তীব্র রাজনৈতিক সংকট চলছে৷ দেশটির নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করেছে হুথিরা৷ মনসুর হাদিকে সমর্থন করছে সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ প্রাথমিকভাবে দেশ ছাড়তে হলেও পরে সৌদি জোট সেনার সমর্থনে এডেন শহরে ঘাঁটি গেড়েছেন মনসুর হাদি৷ সেখান থেকেই চলছে রাজধানী সানা দখলের পরিকল্পনা৷ পাল্টা হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরাও৷