সিলেটপোস্ট রিপোর্ট ::সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত দুইজন। বুধবা উপজেলার বুরুঙ্গা ইউপির মুক্তারপুর হাওড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া গ্রামের আপ্তাব আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের উকিল মিয়া(৩০) ও মোশাহীদ আলী(৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার পূর্ব তিলাপাড়া গ্রামের সুরুজ আলী, মোশাহীদ আলী ও উকিল মিয়া নৌকা যোগে স্থানীয় মুক্তারপুর হাওড়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি সহ প্রচন্ড বজ্রপাত হলে ঘটনা স্থলেই সুরজ আলী নিহত হন এবং মোশাহীদ আলী ও উকিল মিয়া গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।