
উক্ত সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ উদ্দিন আবেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে উক্ত স্থানে পৌছলে পুলিশের উপস্থিতির বিষয়টি আঁচ করতে পেরে পালানোর চেষ্টা কালে মো. তাজুল মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তির কাছ থেকে ডিবি পুলিশ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৩২৮ টাকা উদ্ধার করে জব্দ করে। আকটকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার রিচি এলাকার মো. বিলাত আলর ছেলে এবং বর্তমানে সিলেটের কদমদলী সুফিয়ান মিয়ার কলোনীর ভাড়াটিয়া।
কাষ্টঘর সুইপার কলোনীর পান্নু লাল (৩০) তার সহযোগী বলে জানা যায়।
স্থানীয়ভাবে জানা যায়- আটক ও পলাতক ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে উল্লেখিত স্থানে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকের ব্যবসা করে আসছে।
এ ঘটনায় এসআই মো. ফরিদ উদ্দিন আবেদ বাদী হয়ে আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।