সিলেটপোস্ট রিপোর্ট ::বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক কমিটিতে প্রথম যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার এবং দ্বিতীয় যুগ্ম সম্পাদক এ জি এম শামসুল হককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। উত্তরের সভাপতি আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। ঘোষিত কমিটি আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করবে।