সিলেটপোস্ট রিপোর্ট ::টুইটারে প্রতিশ্রুতি অনুযায়ী নিজের মাথা ন্যাড়া করেছেন ভারতের আলোচিত সংগীতশিল্পী সোনু নিগম। সোনু নিগমের মাথা ন্যাড়া করে ও তার গলায় জুতার মালা পরাতে পারলে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল এক মৌলবি। তার এই ঘোষণার জবাবে সোনু নিগম সকালবেলা টুইট করেছিলেন ‘আপনার ১০ লাখ রুপি রেডি রাখেন। আমি নিজেই আমার মাথা ন্যাড়া করছি।’
এরপর আলিম হাকিম নামে একজন হেয়ার স্টাইলিস্ট সোনু নিগমের মাথা ন্যাড়া করে দেন। আর সোনু ১০ লাখ রুপি দাবি করেন। খবর এনডিটিভির।
অবশ্য সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি নামে যে মৌলবি ফতোয়া ঘোষণা করেছিলেন তিনি ১০ লাখ রুপি দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘তিনটি শর্ত দেওয়া হয়েছিল। মাথা ন্যাড়া করে, ছেঁড়া জুতার মালা পরে তারপর দেশ ঘোরাতে হবে। তাহলে ১০ লাখ পুরস্কার দেওয়া হবে।’
প্রসঙ্গত, আজান সম্পর্কে এই টুইটগুলো ১৭ এপ্রিল সোমবার করেছিলেন সোনু। তিনি লিখেছিলেন, “প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। তিনি আরও বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।”
আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেয়া’ধর্ম বলেও উল্লেখ করেন সোনু।
তার এই টুইটের পর সমালোচনার ঝড় ওঠে।