
শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নারায়ণপুর গ্রামের একটি রাস্তায় ফরিদ ও সেলিম নামে ২ যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় জাবেদ নামে অপর যুবকের পায়ে লাগে। পরে জাবেদের বাড়িতে হামলা চালিয়ে তার ফুফু জাহেদা খাতুনকে মারধর করে প্রতিপক্ষ। এ নিয়ে শুক্রবার দুপুরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে । সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছেন।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ওসি গোলাম দস্তগীর জানান, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।