সিলেটপোস্ট রিপোর্ট ::ইডেনের মাঠেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় নিজ দেশের সিরিজ চলায় প্রথম দুই ম্যাচে খেলা সম্ভব হয়নি। কিন্তু এরপর কেকেআরে যোগ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু টানা তিন ম্যাচ সাকিবকে বসিয়ে রাখলো শাহরুখ খানের দল। অবশেষে শুক্রবার গুজরাট লায়ন্সের বিপক্ষে একাদশে ফিরলেন সাকিব। আর বাঁ-হাতি অলরাউন্ডারের ফেরার ম্যাচে গুজরাটকে ১৮৮ রানের লক্ষ্য দিল কলকাতা নাইট রাইডার্স। সাকিব ব্যাট হাতে নেমে অবশ্য ১ বলের বেশি খেলার সুযোগ পাননি। তাতে ১ রানে অপরাজিত থাকলেন। এবার বল হাতে ঝলক দেখাবেন সেই অপেক্ষায় দর্শকরা।
নিজেদের মাঠে অবশ্য এদিন টসে হারলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর। এম্যাচে আবারো সুনিল নারিনকে নিয়ে ইনিংস উদ্বোধন করলেন গম্ভীর। আর ওপেন করতে নেমে ঝড়ই তুললেন ওয়েস্ট ইন্ডিয়ান নারিন। ১৭ বলে ৯ চার ও ১ ছয়ে করলেন ৪২ রান। নারিন ফিরে যাওয়ার পর রবিন উথাপ্পাও এসে তান্ডব চালালেন গুজরাট বোলারদের উপর। ৪৮ বলে করলেন ৭২ রান। অধিনায়ক গম্ভীরের ব্যাট থেকে ৩৩ ও মনিশ পান্ডের কাছ থেকে এলো ২৪ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানে থাকে কলকাতার ইনিংস।