সিলেটপোস্ট রিপোর্ট ::যশোরের শার্শায় আওয়ামী লীগের অফিস থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর বাজারে অবস্থিত আওয়ামী লীগ অফিসের তালা ভেঙ্গে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদের নেতৃত্বে একটি দল রামপুর বাজারে অভিযান চালায়। এ সময় বাজারে আওয়ামী লীগের অফিসের তালা ভেঙ্গে অফিসের মধ্যে থেকে একটি বস্তায় রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় অফিসের মধ্যে প্রায় দেড় থেকে দু‘শ ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। এ ফেনসিডিলের মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মাদক ব্যবসায়ী নজু ও কবু।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রামপুর গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে নজু (৪৫) ও তার আপন সহোদর কবু (৩৫) মাদকের রমরমা ব্যবসা শুরু করে। নজু ও কবু রামপুর বাজারে আওয়ামী লীগ অফিসে বসে ফেনসিডিল, মদ, হেরোইন, গাঁজা, ইয়াবা পাইকারি ও খুচরা হিসেবে বেচাকেনা করে। নজু রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় রামপুর বাজারের অফিস তার দখলে। সম্প্রতি শার্শা থানা পুলিশের কাছে মাদক ব্যবসা বন্ধ করে সৎ উপায়ে উপার্জন করার অঙ্গীকার নামা দেওয়ার পরও তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।
যশোর ডিবির ওসি ইমাউল হক জানান, রামপুর বাজার থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল ডিবি পুলিশ উলাশী বাজারে অভিযান চালিয়ে আশিকুর হোসেন আশিক (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। আশিক শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম পিপুলের ছেলে।