সিলেটপোস্ট রিপোর্ট ::যুক্তরাষ্ট্র যেকোনো সময় কিম জং উনের ওপর হামলা করতে পারে এ আশঙ্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া-রাশিয়া সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন।
পুতিন আশঙ্কা করছেন যদি ট্রাম্প পিয়ং ইয়ংয়ে হামলা চালান তাহলে উত্তর কোরিয়া থেকে প্রচুর শরণার্থী রাশিয়া সীমান্ত পার হবে। চীনও এর আগের দিন প্রায় ১ লাখ ৫০ হাজার সেনা তাদের উত্তর কোরিয়ার সীমান্তে পাঠিয়েছে শরণার্থী প্রবেশের আশঙ্কায়।
বৃহস্পতিবার এক ভিডিও ফুটেজে দেখা যায়, রুশ সেনাবহর উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্তের ১১ মাইলে টহল দিচ্ছে। সামরিক হেলিকপ্টারও পাঠানো হয়েছে সেখানে। উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্র হামলা করলে তা রাশিয়াকেও ক্ষতিগ্রস্ত করবে এ বিষয়ে পুতিন সতর্ক অবস্থানে রয়েছেন।