সিলেটপোস্ট রিপোর্ট ::পানামা পেপার কেলেঙ্কারি নিয়ে তেহরিক ই ইনসাফ ও অন্যান্য আবেদনকারীর দায়ের করা অভিযোগ থেকে নওয়াজ কন্যা মরিয়ম অব্যাহতি পেলেন। গত বৃহস্পতিবার পাকিস্তানের উচ্চ আদালতের রায়ে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। খবর ডনের।
ফাঁস হয়ে যাওয়া পানামা পেপারে দেখা যায়, মরিয়ম নেওয়াজের লন্ডনে প্রচুর পরিমাণ সম্পদ আছে। এ সম্পদে তার ভাইদেরও ভাগ আছে। আদালতে আনা অভিযোগে আবেদনকারীরা দাবি করেন, যেহেতু মরিয়ম এখনও তার বাবা নওয়াজ শরীফের ওপর নির্ভরশীল তাই তাদের সম্পদের বিবরণ প্রকাশ করা হোক।
আদালতের রায়ে বলা হয়, মরিয়ম তার বাবার কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানের সময় উপহার হিসেবে নগদ টাকা পেতো। সে টাকা জমিয়ে তার এ পরিমাণ সম্পদ হয়।
রায়ে আরো উল্লেখ করা হয়, মরিয়মের প্রচুর কৃষি সম্পদ রয়েছে যেখান থেকে সে অর্থ পায়। এ ছাড়া তার প্রায় ২০০ মিলিয়ন ডলারের শেয়ার আছে। তার স্বামী একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি নিয়মিত পেনশন পান। তিনি সংসদ সদস্যও। সেখান থেকে তিনি বেতন ও ভাতা পেয়ে থাকেন।
এরপর সুপ্রিম কোর্ট তদন্ত বিভাগকে নওয়াজ ও তার ছেলেদের অভিযোগের তদন্ত করার আদেশ দেয়।