সিলেটপোস্ট রিপোর্ট ::দিন কয়েক আগেই কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর বিয়ে করেছেন মডেল প্রিয়া সচদেবকে। এবার সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কারিশমাও। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন।
প্রসঙ্গে কারিশমার বাবা রণধীর কাপুর সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় লোলো (কারিশমার ডাক নাম) খুব ভালো আছে। আমি যদিও বিয়ে নিয়ে ওর সঙ্গে কখনও আলোচনা করিনি। তবে ও যদি ফের বিয়ের প্ল্যান করে আমার আশীর্বাদ সব সময় পাবে। আমার মনে হয় না ও এখনই তেমন কোনো সিদ্ধান্ত নেবে। কারণ মা হিসেবে ও এখন দারুণ খুশি। তাই আমার মনে হয় ফের বিয়ে করার প্রয়োজন আছে বলে ও মনে করে না।’
জানা গেছে, সঞ্জয়ের সঙ্গে সেপারেশনের সময় থেকেই দিল্লির ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে কারিশমার। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু সন্দীপ বিবাহিত। আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত কারিশমাকে বিয়ে করতে পারছিলেন না। সম্প্রতি সন্দীপের স্ত্রী আশ্রিতা বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা