সিলেটপোস্ট রিপোর্ট ::শুল্ক ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরকে (প্রিন্স মুসা) হাজির হতে ফের সময় বেঁধে দিয়েছে শুল্ক গোয়েন্দা। আগামী ৭ মে বিকেল ৩টায় শুল্ক গোয়েন্দার দপ্তরে হাজির হয়ে জবাব দিতে তাকে নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করে বলেন,শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল গাড়ি ব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে তাকে ২০ এপ্রিল হাজির হতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু আংশিক পক্ষাঘাতগ্রস্ত ও বাকরুদ্ধের মতো নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে সময় প্রার্থনা করেন মুসা। এরপর যাচাই-বাছাই শেষে সময় বৃদ্ধি করে তাকে ৭ মে বিকেল ৩টায় শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজির হতে আবার চিঠি দেওয়া হয়েছে।
গত ১৯ এপ্রিলে মুসা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সশরীরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে উপস্থিত হতে সময় প্রার্থনা করে চিঠি পাঠিয়ে আবেদন জানান। তার চিঠিতে বলা হয়, ‘বর্তমানে আমি মারাত্মকভাবে অসুস্থ। আমার মুখের ডান পাশটি আংশিক প্যারালাইজড বা পক্ষাঘাতে জর্জরিত। আমার বাকশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। যার কারণে আমি সঠিকভাবে কথা বলতে পারছি না। এ কারণে আমি শারীরিক ও মানসিকভাবে ভীষণ অসুস্থ ও পর্যুদস্ত। তাই উক্ত রোগ নিরাময়ের জন্য ডাক্তার আমার দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য পরামর্শ ও বিশ্রামে থাকতে উপদেশ দিয়েছেন।’
গত ২১শে মার্চ গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ৮ নম্বর রোডের বাড়িতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। সেখান থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। গাড়িটি ভোলা বিআরটিএ থেকে ভুয়া বিল অব এন্ট্রি দিয়ে জনৈক ফারুকুজ্জামানের নামে রেজিস্ট্রেশন করানো হয়। গাড়ির নম্বর ভোলা ঘ ১১-০০৩৫।