সিলেটপোস্ট রিপোর্ট ::বিশ্বনাথে উপজেলার রামচন্দ্রপুর-পাঠাকইন গ্রামের মধ্যবর্তি রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টায় উদ্ধার করা হয়। তবে ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। নিহত নারীর আনুমানিক বয়স ২৮ বছর হবে।
জানাগেছে, শনিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর-পাঠাকইন গ্রামের মধ্যবর্তি রাস্তায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নারীর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে থানার এস আই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক আঘাতের চিহৃ রয়েছে বলে তিনি জানান। তবে ওই নারী কোনো পরিচয় পাওয়া যায়নি।