সিলেটপোস্ট রিপোর্ট ::ছাতকে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে হামলা করে সীমানা প্রাচীর ভাংচুর করেছে অভিযোগ পাওয়া গেছে। বাড়ির প্রায় দেড় হাজার ফুট দীর্ঘ ও ৫ ফটু উঁচু সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে শহরের চরেরবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুমির মালিক প্রবাসী মৃত হাজী তৈমুছ আলীর পুত্র মনফর আলী বাদী হয়ে চরেরবন্দ গ্রামের রহিম উদ্দিন, জামাল উদ্দিন, মামুন মিয়া, সাদেক মিয়া, শাহীন মিয়া, সুমন মিয়া, ফারুক মিয়া, দুলু মিয়া ও তাহের আলমের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে প্রায় ১০-১২ বছর পূর্বে চরেরবন্দ এলাকায় ৫০ শতক রেজিস্ট্রি মূলে ভুমি ক্রয় করেন মনফর আলী।
কোম্পানীগঞ্জের চাটিবহর-আমবাড়ি এলাকায় তার বাড়ি হলেও ছাতক শহরে স্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে এ ভূমি তিনি ক্রয় করেছিলেন। পরে ক্রয়কৃত ভূমিত মাটি ভরাট করে তৎকালীন সময়েই সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগ দখল করে আসছে মনফর আলী ও তার পরিবার। সম্প্রতি এ ভুমিতে গৃহ নির্মাণ করতে গেলে স্থানীয় কতিপয় লোক ব্যক্তি প্রবাসী মনফর আলীর কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। অন্যথায় এখানে ঘর নির্মাণ করতে পারবে না বলে তারা জানায়। দুর্বৃত্তদের দাবীকৃত চাঁদা না দেয়ায় শুক্রবার ভোরে তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে প্রায় দেড় হাজার ফুট লম্বা উচুঁ সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।