সিলেটপোস্ট রিপোর্ট ::যারা যুক্তরাষ্ট্রে শিশুকালে এসেছেন এবং এখানে অবৈধভাবে বসবাস করছেন তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহজ হতে বলেছেন। শুক্রবার তিনি জানান, নতুন অভিবাসন নীতির আওতায় তরুণদের বিতাড়ন করা হবে না। মার্কিন সংবাদমাধ্যম এপির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প জানান, যারা স্বপ্ন পূরণ করতে এসেছে আমরা তাদের বিরুদ্ধে নয় বরং অপরাধীদের জন্য এ আইন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অভিবাসনে কড়াকড়ি আরোপ করেন এবং মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ঘোষণা দেন। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার জন্য যে অর্থ প্রয়োজন তার বিল কংগ্রেসে পাস হয়নি বলে তা এ মুহূর্তে আটকে আছে।
ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের ১০০ দিন পার করল। মেক্সিকোতে দেয়াল তোলার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি সীমান্তে দেয়াল চাই। কিন্তু কবে এ দেয়াল তোলা হবে জিজ্ঞেস করলে তিনি জানান, এ বিষয়ে এখনও তিনি কিছু জানেন না।