
রবিবার গভীর রাতে তাদের আটক করে পুলিশে দিয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।আটককৃত শিবিরকর্মীরা হলেন-ফয়সল আহমদ, জহিরুল ইসলাম এবং আশিক উল্লাহ।
ছাত্রলীগসুত্রে জানা গেছে, এমসি কলেজ হোস্টেলে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে হোস্টেল শিবির কমিটিসহ এমসি কলেজ শাখার শিবিরের বিভিন্ন উপ কমিটি গঠন করছে। এমন আঁচ পেয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের দ্বায়িত্বশীল কয়েকজন নেতাকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, গভীর রাতে ছাত্রলীগের কর্মীরা তিন শিবির কর্মীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।আনুষ্ঠানিক অভিযোগ পেলে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।