
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মনিপুর চা বাগান শ্রমিকদের মধ্যে খাদ্য ও পণ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল আউয়াল কয়েছের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহীদুর রহমান রুমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদের স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, আওয়ামীলীগ নেতা মহিব উদ্দিন বাদল, জাহিদ ইকবাল সুনাম, সিরাজুল ইসলাম চৌধুরী, মিসবাহ হোসেন চৌধুরী, জুবেদ আহমদ চৌধুরী শিপু, মইন উদ্দিন আহমদ, আব্দুল মালিক সাইস্তা, নূরুল ইসলাম খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, প্রবাসী শাহজাহান শাহ, আলতাউর রহমান রুনু, বিজন কুমার দেব নাথ, জুনেদ আহমদ, শফিক মিয়া প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের অসহায় গরীবদের মধ্যে চাল বিতরণ করেন।