সিলেটপোস্ট রিপোর্ট ::রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাইফুল ইসলাম নিরবসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রোববার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির নেতা বুলু, দুলু ও নিরবসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।