সিলেটপোস্ট রিপোর্ট::গোলাপগঞ্জে দুই শত আশি বোতল ভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে গাড়ী উল্টে খাদে পড়ে গেছে।সিলেটের গোলাপগঞ্জের কৈলাশ টিলা এল পি জি গ্যাস প্লান্টের ভেতর থেকে কল্পনা এন্টার প্রাইজের সত্বাধিকারী সৈয়দ জিল্লুর রহমানের গ্যাস ভর্তি দুই শত আশি বোতল গ্যাস নিয়ে গত ৫ অক্টোবর গোডাউনে যাওয়ার পথে গোলাপগঞ্জ খাসি খাল সেতুর পাশে সিলেট -ট-০৪৭৬ নং ট্রাক উল্টে খাদে পড়ে যায়।কল্পনা এন্টার প্রাইজের সত্বাধিকারী সৈয়দ জিল্লুর রহমানের আত্ন চিৎকারে এলাকার স্হানীয় লোকজন এসে জড়ো হয়ে গ্যাস ভর্তি গাড়ী সহ দুই শত আশি বোলত গ্যাস সিলিন্ডার উদ্ধারে সহযোগিতা করেন।স্হানীয় লোকজনের সহযোগিতায় কল্পনা এন্টার প্রাইজের সত্বাধিকারী সৈয়দ জিল্লুর রহমান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে রক্ষা পেয়ে যান।এবিষয়ে কল্পনা এন্টার প্রাইজের সত্বাধিকারী সৈয়দ জিল্লুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় কল্পনা এন্টার প্রাইজের অনুমানিক ষাট হাজার টাকার মত ক্ষতি সাধিত হয়েছে।এই ক্ষতি পুষিয়ে উঠতে কল্পনা এন্টার প্রাইজের অনেক সময় লাগবে।
গোলাপগঞ্জে বোতল ভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে গাড়ী উল্টে খাদে
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন