সিলেটপোস্ট রিপোর্ট::আমেরিকায় বন্দুকবাজদের হামলা নতুন কিছু নয়। মিচিগানে এবার মাত্র তিন বছরের শিশুর চালানো গুলিতে গুরুতর আহত হয়েছে দুটি শিশু।
এই মর্মান্তিক ঘটনার পর পুলিশ শিশুটির বাবা-মাকে গ্রেফতার করেছে। একটি শিশুর হাতের নাগালে ভয়ঙ্কর মারণাস্ত্র কেন রেখে দেওয়া হলো, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
এবেলার খবরে বলা হয়, মিচিগানের ডিয়ারবর্নে থাকেন ইউব্যাঙ্কস দম্পতি— সামান্থা ও টিমোথি। সামান্থা নিজেদের বাড়িতে একটি ছোটখাটো ক্রেস চালাতেন।
৬টি বাচ্চা ছিল তার তত্ত্বাবধানে। ঘটনার দিন সকালে তিনি আচমকাই তাদের বাড়ির উপরের তলায় খুব গোলমালের শব্দ শুনতে পান। ছুঁটে উপরে যেতেই বন্দুক হাতে তাদের ৩ বছরের শিশুটিকে দেখতে পান সামান্থা।
ততক্ষণে সে খেলার ছলে বন্দুক চালিয়ে দিয়েছে। তার বন্দুকের গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছে দুটি শিশু।
তাদের অবস্থা অত্যন্ত গুরুতর। একজনের মুখে গুলি লেগেছে। অন্যজনের কাঁধে।
ঘটনাটা ঘটেছিল সেপ্টেম্বরের শেষদিকে। অবশেষে বৃহস্পতিবার সামান্থা ও টিমোথির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, ওই ক্রেসটিও তারা বিনা লাইসেন্সে চালাতেন। তবে তার থেকেও অনেক বেশি গুরুতর অভিযোগ, ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র শিশুর নাগালে রাখা।
ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অপরাধী সাব্যস্ত হলে দু’জনেরই ১০ বছরের জেল হতে পারে।