সিলেটপোস্ট রিপোর্ট::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে ২৮ বস্তা ভিজিএফ’র চালসহ রতন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার ভিজিএফ’র চালসহ তাকে আটক করেন।আটক রতন উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার পুলিশ নিয়ে উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামে রতন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৮ বস্তা ভিজিএফ’র চালসহ রতনকে আটক করেন।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুরঞ্জিত তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি রতন মিয়া বাদী হয়ে আটক রতনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।