সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে।গত ৩ নভেম্বর বিকেল ৪টায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের গ্রীনপার্ক এর সামনে সিলেট-জাফলং মহাসড়ক থেকে নাজিম উদ্দিনকে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ আটক করা হয়। সে উপজেলার গুচ্ছগ্রামের মৃত মনির মিয়ার ছেলে।
অপরদিকে, ৩ নভেম্বর রাত ১০ টায় জকিগঞ্জে এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে জৈন্তুাপুর থানার দরবস্ত বাজারের ব্রীজের সামন থেকে সোনাফর আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে জৈন্তাপুরের দরবস্ত পাকড়ীর বাসিন্দা।
তাদেরকে আটক বিষয়টি নিশ্চত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মুহম্মদ শামসুল আলম সরকার।