সিলেটপোস্ট রিপোর্ট::জয়া আফরোজ। বড়পর্দা থেকে বলিউড মহলের সব পার্টিতেই তাকে দেখা যায়। একারণে বলিউড ইন্ডাস্ট্রিতে তার নামের আগে ‘সেনসেশনাল’ বিশেষণ বসিয়ে নেন অনেকেই।
সম্প্রতি তিনি জানিয়েছেন, সালমান খান ব্যক্তিগতভাবে ডাকলে তবেই তিনি বিগ বসের ঘরে যাবেন।
আনন্দবাজার জানায়, শুক্রবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে জয়া বলেন, ‘আমি সালমানের সঙ্গে কাজ করেছি। ও এই পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ। ও কিছু বললে কেউ আপত্তি করতে পারে না। আমাকেও যদি বিগ বসে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে ডাকে, আমি যাব।’
‘বিগ বস’-এ জয়ার যোগদান নিয়ে বেশকিছু দিন ধরে জল্পনা চলছে সিনে মহলে। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, আর কয়েক মাসের মধ্যেই দক্ষিণী ছবির শুটিং শুরু করবেন তিনি।