সিলেটপোস্ট রিপোর্ট::আগামীকাল সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর যৌথ মহড়া। ভারতের মিজোরামে হবে এই মহড়া। সম্প্রীতি অনুশীলন শিরোনামের এই যৌথ মহড়া চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমঝোতা বাড়ানোর জন্যই এই অনুশীলনের আয়োজন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪ এক সংসদ সদস্যের বরাত দিয়ে জানিয়েছে, মিজোরামে সম্প্রীতির মাঠ পর্যায়ের পাঁচটি অনুশীলন হবে। আর মেঘালয়ের উমরই ক্যান্টনমেন্টে কমান্ড পোস্ট অনুশীলন হবে। এ ছাড়া সন্ত্রাস দমন অভিযানের জন্য একটি যৌথ প্রশিক্ষণ বিহারের দানাপুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর শুরু হয়ে তা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই প্রশিক্ষণের লক্ষ্য, বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমান্ডারদের কার্যকরভাবে অভিযান পরিচালনার দক্ষতা অর্জন করা।
ভারতীয় ওই সংসদ সদস্য আরও জানান, এই যৌথ মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার সুযোগ পাবে ভারত। এতে করে সন্ত্রাস দমনে সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশ আরও ঘনিষ্ঠ হবে।