সিলেটপোস্ট রিপোর্ট::আগামী বছরের মার্চ-এপ্রিল অথবা মে মাসে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিুপুর্ণভাবে করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
রোববার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
নির্বাচন কমিশনার মাহবুব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহনে করতে চায় নির্বাচন কমিশন। কিন্তু দু:খজনক হলেও সত্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নেই। তাদের মধ্যে স্বাভাবিক
যোগাযোগটুকুও নেই। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরী। দুর্বল নির্বাচন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে। কোনভাবেই আগামী সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না বলে জানান নির্বাচন কমিশনার মাহবুব।
পরে তিনি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
আগামী বছরের মে মাসের মধ্যে নগরীর সবার হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান প্রমুখ।