সিলেটপোস্ট রিপোর্ট::রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতি বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন।
রবিবার (০৫ নভেম্বর) বিকেলে তারা সাক্ষাৎ করেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারি সচিব মো. ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া সুপ্রিম কোর্টের একটি বিশ্বস্ত সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি জানান, ২০১৮ সালের ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বলেছেন, ‘বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’