সিলেটপোস্ট রিপোর্ট::বলিউড ডিভা শিল্পা শেট্টি ও পরিচালক অনুরাগ বসুর বন্ধুত্ব অনেকদিনের। সময়, সুযোগ পেলেই তারা একে অপরের পেছনে লাগেন। সুপার ডান্সার ২-এর সেটেও তেমন ঘটনা ঘটল।
সুপার ডান্সার ২-এর একটি এপিসোড শুরুর প্রস্তুতি চলছিল তখন। টাচ আপে ব্যস্ত ছিলেন শিল্পা। তখনই অনুরাগ পেছন থেকে তার পিঠে হিজিবিজি লিখে দেন।
অবস্থা দেখে তখন শ্যুটিং সেটের অনেকে মুচকি মুচকি হাসতে শুরু করে দেন। প্রথমে শিল্পা বুঝতে পারেননি। কিন্তু যখনই গীতা কাপুর ব্যাপারটা দেখে জোরে হেসে ওঠেন। তখনই বুঝতে পারেন শিল্পা।
কিন্তু ততক্ষণে অনুরাগের কাজ শেষ। শিল্পার পিঠে পড়ে গেল আঁকিবুকি। অনুরাগকে এনিয়ে অভিমানও দেখান শিল্পা। বন্ধু বলে কথা!