সিলেটপোস্ট রিপোর্ট::ছাতকে সুলতান আহমদ (১২) নামে এক প্রতিবন্ধি শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার বিকেলে থানা পুলিশ ওই শিশুটির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের বাউবুগলি গ্রামের আব্দুল হকের পূত্র।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত প্রতিবন্ধি শিশু সুলতান সোমবার সকালে তার নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়। ওই সময়ে মা রুবিনা বেগম বাড়ীতে ছিলেন না। খবর পেয়ে সুলতানের মা বাড়িতে এসে পুত্রের মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। পুত্রের আকস্মিক মৃত্যুকে তিনি মেনে নিতে না পেরে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। থানার ওসি অতিকুর রহমান জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে শিশুটির মৃত্যুর সঠিক কারন জানা যাবে।