সিলেটপোস্ট রিপোর্ট::পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গোলাপগঞ্জে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই নির্মমভাবে খুন হয়েছেন। রবিবার রাত ১২টায় উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর (কাঙালীবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাতে গোয়াসপুর গ্রামের মকবুল আলীর বড় ছেলে শিবুল ও তার আপন ছোট ভাই রিপনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন উত্তেজিত হয়ে শিবুলকে ধারালো বটি দিয়ে গলায় কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। অধিক রক্তক্ষরণ হওয়ায় তার ঘটনাস্থলে মৃত্যু ঘটে।
স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে রিপন তার ভাবি আলিফা বেগমের (২৩) উপর কোদাল নিয়ে ঝাপিয়ে পড়ে। কোদালের আঘাতে তিনিও গুরুতর আহত হন। এসময় আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আলিফা বেগমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকে ঘাতক রিপন আহমদ (১৮) পলাতক রয়েছে। পুলিশ জানায় এ হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত শিবুল এক সন্তানের জনক ও পেশায় একজন সিএনজি চালক বলে তার স্বজনরা জানায়।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিবুলের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক রিপনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।