সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামে মঈন উদ্দিন (৪০) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি খালপাড় গ্রামের মনির উল্লাহর ছেলে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জে. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এ.কে.এম. ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি বলে জানান ওসি।