সিলেটপোস্ট রিপোর্ট::জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জোটে না থাকলে এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ।বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাসদের এক জনসভায় ক্ষমতাসীন জোটের এই শরিক একথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ করে ইনু বলেন, ‘আপনারা ৮০ পয়সা থাকতে পারেন, আপনি এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবেন না, ততক্ষণ ক্ষমতা পাবেন না।’
তিনি বলেন, ‘আপনি ৮০ পয়সা আর এরশাদ, দিলীপ বড়–য়া, মেনন আর ইনু মিললে তবেই এক টাকা হবে। আমরা যদি না থাকি তাহলে ৮০ পয়সা নিয়ে আপনারা রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’
‘ঐক্য করেছি জাতির জন্য, দেশের জন্য ও মানুষের জন্য। সেই ঐক্যের ফসল হিসেবে আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী’ যোগ করেন জাসদ সভাপতি।
এসময় তিনি বলেন, ‘জাসদ সন্ত্রাস, মারামারি চায় না। দলবাজি পছন্দ করে না। আমি শান্তি চাই বলে আপনারা এটাকে দুর্বলতা ভাববেন না। জাসদের লাঠি আছে, শক্তি আছে। আমরা যদি মনে করি, জাসদের লাঠি যে রাস্তায় যাবে, সে রাস্তায় আর কেউ থাকবে না।’
ইনু বলেন, ‘আমি কিছু বলি না, জাসদের কর্মী ভাইয়েরা সহ্য করে। আমি প্রশাসনে, আইনে বিশ্বাস করি। অন্য এমপিদের মতো ডিসি, এসপি, ইউএনও এবং ওসি আমদানি করি না। তারা আইন অনুযায়ী চলবেন। আমার কর্মীরা চোর-ডাকাত না।’
এছাড়া তিনি বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নেত্রী আর খালেদা জিয়া রাজাকারের নেত্রী। শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী। তাই আমি দেশের জন্য শেখ হাসিনার সঙ্গে ঐক্য করেছি।’
জাসদ সভাপতি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে। জাসদ ঐক্যের মর্যাদা রাখবে, আপনারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না। জাসদের কাফেলা চলতেই থাকবে।’
এসময় মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগাঠনিক সম্পাদক মীর্জা আনোয়ারুল হক, আবদুল আলীম স্বপন, দপ্তর সম্পাদক আবদুল্লাহ হীম কাইয়ূম, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফুল কবীর স্বপন, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদ নেতা মহাম্মদ আবদুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
এমপি/এমএসআই