সিলেটপোস্ট রিপোর্ট::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গরীব ও অসহায় জনসাধারণের মধ্যে ভিজি এফ কার্ড এর চাল ও নগদ টাকা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এদিকে স্থানীয় বাজারের একটি দোকানে ভিজিএফ এর ৪ বস্তা চাল বিক্রিকালে অফিসের চৌকিদারকে জনতা আটক করলেও তাদের বিরোদ্ধে কোন শাস্তিমুলক ব্যবস্থা না নেয়ায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
ভোক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সরকার কতৃক বরাদ্ধকৃত চাল ও টাকা বিতরন করার জন্য ৯নং পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণকে গত শনিবার ইউনিয়ন অফিস কার্যালয়ে না নিয়ে পাইলগাঁও বোডিং এলাকার স্থানীয় ইউপি সদস্য আলা মিয়ার বাড়ীতে চাল ও নগদ টাকা বিতরণের জন্য জানানো হলে উপস্থিত লোকজনকে জনপ্রতি ৩০ কেজি চাল ও নগদ ৫’শত টাকা দেয়ার কথা থাকলেও ভিজি এফ এর আওতাধীন গরীব এসব জনসাধারণকে ওজনে কম অথ্যাৎ ২৬ কেজি চাল ও নগদ ৩’শত টাকা দেয়া হয়।
গরীব ও অসহায় লোকজন এর কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা তাদেরকে হুমকি ধামকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
এদিকে ইউনিয়ন পরিষদের দায়িত্বরত গ্রাম পুলিশ ধীরেন্দ্র পালকে ৪ বস্তা চাল সহ পাইলগাও স্বাধীন বাজারের জৈনক আব্দুল আহাদের দোকানে বিক্রিকালে আটক করেছে স্থানীয় জনতা। তবে এ ঘটনাটি ধামাচাপা দিতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ ও ৩নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর মধু জোর চেষ্টা চালিয়ে চালগুলো উধাও করে দেন বলে প্রত্যক্ষদর্শী ও বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেন।
এ খবরটি জগন্নাথপুর উপজেলার সর্বমহলে ছড়িয়ে পড়লে প্রিন্ট মিডিয়ার কিছু কর্মী সেখানে উপস্থিত হলে তাদেরকেও ম্যানেজ করার চেষ্টা করা হয় ও ভোক্তভোগী জনসাধারণকে এখনো মূখ না খুলতে চাপ সৃষ্টি করে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ ও ইউপি সদস্য আবু বক্কর মধু।
পাইলগাও ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মকলিছ মিয়া স্ব-পরিবারে লন্ডন প্রবাসী হওয়ায় তিনি ঘন ঘন যুক্তরাজ্যে পাড়ি জমান। আর এ সুযোগকে কাজে লাগিয়ে দায়িত্বেথাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অধিকাংশ সদস্যরা বিভিন্ন অনিয়ম-দুর্ণীতিতে জড়িয়ে পড়েছেন বলে ভুক্তভোগী অনেকেই জানান।
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ অভিযুক্ত ইউপি সদস্যের পক্ষে সাফাই গেয়ে বলেন আমি কিংবা ইউপি সদস্য মধু কেউ কোন অনিয়ম করেনি। যাদের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়েছে তাদের কাছ থেকে আমরা হোল্ডিং ট্যাক্স আদায় করেছি, এটা আমাদের চলমান প্রক্রিয়া । চাল কিছু কম হতেও পারে, সেখানে মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।
আপনি জানেন তো আমি আওয়ামীলীগ করি। এ সংবাদটি পত্রিকায় না আসলে ভাল হয়। চাল ও টাকা বিতরণের সংবাদ আমরা পত্রিকায় দিয়েছি। তবে ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার অফিসের চৌকিদার ধীরেন্দ্র পাল কতৃক দোকানে চাল বিক্রির ঘটনাটি স্বীকার করেন।
ইউপি সদস্য আবু বক্কর মধু তার উপর এ ধরণের অভিযোগ সঠিক নয় বলে ফোন রেখে দেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান বিষয়টি আমার জানা নেই । এ বিষয়ে খোজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।