সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট নগরীর চৌহাট্টাস্থ ওয়ালটন স্মার্ট জোনের ১ম বর্ষপূতি বৃহস্পতিবার সন্ধ্যায় কেক কেটে উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, পরিচালক গালিব দাইয়ান চৌধুরী (অমিত), অপ্পোর পরিচালক খন্দকার ইশরার আহমদ রকিব, ওয়ালটন মোবাইলের এরিয় ম্যানেজার সজল চন্দ্র দেব, টি এ সি অঞ্জন তালুকদার, ফাইভ স্টার মোবাইলের এরিয়া ম্যানেজার রনি লাল, নোকিয়া মোবাইলের টি এ সি আজিজুর রহমান, রেজাউল করিম, মারজুক, আসাদ্দুজ্জামান রাব্বি, সার্ভিস ইনচার্জ মোবারক হোসেন, শামা টেলিকমের মুখপাত্র নওশীন চৌধুরী শামা, নাদিরা ফরহাদ চৌধুরী, পান্না ফেরদৌস, আব্দুল আহাদ খান জামাল, জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, কামাল হাসান জুয়েল, মল্লিক আহমদ, দেলোয়ার হেসেন চৌধুরী, আব্দুল কাইয়ুম প্রমুখ ।