সিলেটপোস্ট রিপোর্ট::হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি গঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন বীরকে আহ্বায়ক ও রাজু আহমদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির নিয়মতি সভা শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংগঠনের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়, চিত্ত রঞ্জন তালুকদার, সদস্য মালেক হোসেন পীর, এ্যাডভোকেট রুহুল তুহীন, রুহুল আমীন, প্রিন্সিপাল রবিউল ইসলাম, সালেহীন চৌধুরী শুভ, একে কুদরত পাশা, ওবায়দুল হক মিলন প্রমূখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন বীরকে আহ্বায়ক ও রাজু আহমদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয় এবং এ দুজনকে আগামী সাপ্তাহিত সভায় সদর উপজেলা কমিটি উপস্থাপনের জন্য দায়িত্ব প্রদান করা হয়।